Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, জানাযায় নেই কোন সহযোদ্ধা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৭:৪১ পিএম

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এই বীর মুক্তিযোদ্ধার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলেও জানাজায় কোন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেননি ।

মরহুমের পুত্র আ.ন.ম জহির উদ্দিন নাছের বলেন, আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সকল মুক্তিযোদ্ধাদের সাথে চলা ফেরা করেছেন। আমার জানা মতে সকল মুক্তিযোদ্ধাদের সাথে সু-সম্পর্ক ছিল। কিন্তু কি কারণে আমার বাবার জানাজায় একজন মুক্তিযোদ্ধাও অংশগ্রহণ করেননি তা আমার বোধগম্য হচ্ছে না। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মুক্তিযোদ্ধাদের পিপি না থাকায় কেউ অংশগ্রহণ করেননি। আমার পিপি থাকলেও বৃষ্টির কারণে অংশগ্রহণ করতে পারিনি।

এব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার জানান, শারীরিক অসুস্থতার কারণে জানাজায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তবে গার্ড অব অনারের ব্যাপারে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। জানাজায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ ও আব্দুস সালাম অংশগ্রহণ করার কথা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্তবক অর্পণ করার জন্য ও জানাযায় কোন মুক্তিযোদ্ধাকে পাওয়া যায়নি। চির বিদায়ের প্রাক্কালে মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থাকলে ভালো হতো

উল্লেখ্য বাংলাদেশ মানবাধিকার কমিশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপজেলা পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টা ৪৫মিনিটে ইন্তেকাল করেন। জানাজায় কোন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ না করায় পরিবারের সদস্যরা গভীর দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও দুই কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দাফনকার্যে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন কর্তৃক নির্বাচিত ইসলামিক ফাউণ্ডেশনের ৫ সদস্যের বিশেষ টিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ