Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা নীনা গুপ্তার কাছে ব্যাখ্যা চাইলেন মাসাবা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

সম্প্রতি অভিনেত্রী নীনা গুপ্তার আত্মজীবনী ‘সাচ কহুঁ তো’ প্রকাশিত হয়েছে। তিনি সোশাল মিডিয়াতে ভক্ত ও সাধারণ পাঠকদের বইটি পড়বার অনুরোধ করেছেন। তিনি ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছেন : “নমস্কার, সবাইকে ধন্যবাদ। আপনারা আমার বই ‘সাচ কহুঁ তো’ পড়ে খুব সুন্দর মন্তব্য করেছেন। বইটি এখন বিক্রি হচ্ছে তবে আমি চাই আরও মানুষ এটি পড়ুক। ভাল লাগলে আপনারা আপনার বন্ধুদের বইটি পড়ার পরামর্শ দিতে পারেন।” ভিডিওতে নীনা একটি সাদা শার্ট পরে আছে আর গলায় ধুসর-হলুদ ডোরাকাটা টাই। তিনি ভিডিওতে তার ফ্যাশন রুচি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন : “আমার টাই পরা নিয়ে ভাববেন না। আমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবে এটাই আমার স্টাইল ধরে নিতে পারেন।” তার কন্যা মাসাবা নিজে একজন ফ্যাশন ডিজাইনার; তিনি মন্তব্য করেছেন এই টাই নিয়ে। তিনি মাকে বলেন ‘ফ্যাশন তো তোমার বিষয় নয়’। মাসাবা আরও লিখেছেন : “আমি টাইয়ের বিষয়ে ব্যাখ্যা চাই।” নীনা এর জবাবে লিখেছেন : “আমি এই বিষয়ে ব্যাখ্যা দেয়া বন্ধ করে দিয়েছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ