Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত যেতে আপত্তি পাকিস্তানের!

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে কি আদৌ ভারতে এসে খেলতে দেখা যাবে? নাকি শহিদ আফ্রিদিরা খেলতে যাবেন শ্রীলঙ্কা বা আরব আমিরশাহির মতো কোনও নিরপেক্ষ কেন্দ্রে? সোমবার কিন্তু এই প্রশ্ন উঠে গেল। উঠে গেল, পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের বক্তব্যের জেরে। আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানরা। ইসলামাবদ থেকে পাকিস্তান দলকে ভারত সফরের সবুজ সংকেত নাও মিলতে পারে বিচেনা করে এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান পিসিবি প্রধান শাহরিয়ার খান।
আগামী ৮ মার্চ থেকে ৩ এপ্রিল আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত। কিন্তু সেখানে স্পষ্টতই হুমকি থাকায় পাকিস্তান দলের অংশগ্রহণ সরকারের অনুমতি প্রয়োজন বলে গণমাধ্যমকে জানান খান, ‘অতীতের মতো এখনো আমরা আইসিসিকে বলেছি যে, ভারত সফরের ব্যাপারটি সরকারের উপড় নির্ভর করছে এবং পাকিস্তানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করলে বিষয়টি বিবেচনা করব।’ গত সপ্তাহে দুবাইতে অনুষ্ঠিত আইসিসির সভায় একটি প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান খান, ‘আইসিসি সভায় কেউ একজন বলেছেন, পাকিস্তানের ম্যাচের বিষয়ে চরমপন্থীদের নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আমাদের সরকার ভারত সফরের অনুমতি না দিলে আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে প্রস্তুত।’
পার্শ্ববর্তী দেশ দুটির মধ্যে সুসম্পর্ক কোন সময়েই খুব ভাল ছিল না। সম্প্রতি দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করলেও অবস্থার কোন অগ্রগতি হয়নি। গত মাসে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর দুই দেশের পররাষ্ট্র সচিবদের প্রস্তাবিত বৈঠক বাতিল হয়ে যায়। খান বলেন, সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে যা থেকে কার্যত সেখানে পাকিস্তান দলের হুমকির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এটা কোন সাধারণ হুমকি নয়। অস্ট্রেলিয়া যেমনি হুমকির কথা বিবেচনা করে বাংলাদেশে চলমান অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে তাদের দল পাঠায়নি, ঠিক তেমনি।’
ভারতের গৌহাটি, শিলংয়ে চলমান সাউথ এশিয়ান (এসএ) গেমসে পাকিস্তানের বিশাল বহর অংশ নিলেও ক্রিকেটের বিষয়টি ভিন্ন বলে উল্লেখ করেন খান, ‘কাবাডি বা ব্যাডমিন্টন প্লেয়ারদের সঙ্গে ক্রিকেটারদের পার্থক্য রয়েছে। সাঁতার কিংবা অন্যান্য ইভেন্টের খেলোয়াড়দের চেয়ে ক্রিকেটারদের উপড় হামলার সম্ভাবনা অনেক বেশি। সিদ্ধান্ত নেতিবাচক হলে আইসিসি হয়তোবা আমাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলংকায় খেলার ব্যবস্থা করতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত যেতে আপত্তি পাকিস্তানের!

১০ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ