Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বিদায় রোমান-দিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ২:৪৯ পিএম | আপডেট : ২:৫৮ পিএম, ২৪ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকের আরচ্যারি ডিসিপ্লিনে আগের দিন রিকার্ভ মিশ্র দ্বৈতের শেষ ষোলতে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন তারা। শনিবার প্রি-কোয়ার্টারে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে এই ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন রোমান ও দিয়া। মঙ্গলবার রিকার্ভ একক ইভেন্টে লড়বেন দেশসেরা এ দুই আরচ্যার।

শনিবার জাপানের রাজধানী টোকিওর ইউমেনোস হিমাপার্ক আরচ্যারি মাঠে প্রথম সেটে কোরিয়া ৩৮ স্কোর করলে বাংলাদেশ করে ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া এগিয়ে থাকে ৩৫-৩৩ স্কোরে। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিলেন রোমানরা। দক্ষিণ কোরিয়ার ৩৯ স্কোরের বিপরীতে লাল-সবুজরা করেছিল ৩৮। প্রথম সেটের প্রথম তীরটা বাংলাদেশের স্কোরবোর্ডে ৮ পয়েন্ট এনে দিলে পরের তীর আনে মাত্র ৫ পয়েন্ট। এখানেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। পরে আর খেলায় ফিরতে পারেনি তারা। পরের দুই তীরে যথাক্রমে ৯ ও ৮ আসে। জবাবে চার তীরে দক্ষিণ কোরিয়ার দুই আরচ্যার অ্যান সান ও কিম জে দিওক তুলেন ৩৮। তাতে শুনরি সেটের দুই পয়েন্ট যায় দক্ষিণ কোরিয়ার ঝুলিতে। পরের সেটেও গন্ডগোল বাধায় দ্বিতীয় তীরটাই। সেই তীর থেকে আসে ৬। বাকি তিন তীর থেকে ২৭ তুলে নিলে বাংলাদেশের মোট স্কোর দাঁড়ায় মাত্র ৩৩। দক্ষিণ কোরিয়াও এই সেটেই কিছুটা নড়বড়ে ছিল। চার তীর থেকে যথাক্রমে ৯, ৯, ৮ ও ৯ তুলেছিল তারা। তবে এ স্কোরই জয়ের জন্য যথেষ্ট ছিল কোরিয়ানদের জন্য। ৩৫ পয়েন্ট তুলে দ্বিতীয় সেটের দুই পয়েন্টও জিতে নেয় কোরিয়া। তবে শেষ সেটে দুর্দান্ত খেলে বাংলাদেশ। চার তীরে তুলে যথাক্রমে ৯, ১০, ৯ ও ১০ পয়েন্ট। তাতে লাল-সবুজদের মোট স্কোর দাঁড়ায় ৩৯। তবে দক্ষিণ কোরিয়া লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তিনটি ১০ সহ চার তীর থেকে তারা সংগ্রহ করে ৩৯ পয়েন্ট। ফলে ৬-০ সেট পয়েন্টের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়া। পাশাপাশি রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে কোরিয়া লড়বে ভারতের বিপক্ষে। রোমান সানা ও দিয়া সিদ্দিকীর টাকিও অলিম্পিকে বাকি এখন রিকার্ভ একক ইভেন্ট। মঙ্গলবার একক ইভেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে নিশানাভেদে নামবেন বাংলাদেশের এ দুই আরচ্যার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোকিও অলিম্পিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ