Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লেট ফাইনালে আফগানিস্তান

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এক পেশে লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে পৌঁছেছে আফগানিস্তান। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৫ বলে ১৩৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন আট নম্বর ব্যাটসম্যান অনিকেত পারিখ। তার দৃতায় দেড়শ’ রানের কাছাকাছি যায় নিউজিল্যান্ডের সংগ্রহ। এছাড়া জশ ক্লার্কসন ২৫ ও নাথান স্মিথ ২৩ রান করেন। আফগানিস্তানের রশিদ খান (৩/৩০) ও শামসুর রহমান (৩/৩৭) তিনটি করে উইকেট নেন। জবাবে ২৭ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। সর্বোচ্চ ৫০ রানে অপরাজিত থাকেন তারিক স্তানিকজাই। আইসিসির সহযোগী দেশটির অধিনায়ক ইহসান উল্লাহ খেলেন ৪৭ রানের আরেকটি চমৎকার ইনিংস। আগামী শুক্রবার প্লেট ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান।
একই দিন পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফ সেমি-ফাইনালে নেপালকে ১২২ রানে হারিয়েছে পাকিস্তান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৮ রান করে পাকিস্তান। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে ১১৭ রানের চমৎকার এক ইনিংস খেলেন হাসান মহসিন। তার ১০৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া সাইফ বদর করেন ৮৮ রান। ৫৩ রানে তিন উইকেট নিয়ে নেপালের সেরা বোলার সন্দিপ লামিছানে। জবাবে ৪৩ ওভার ৫ বলে ১৩৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। ১০ ওভারে ২৯ রানে প্রথম পাঁচ উইকেট হারানো নেপাল কখনও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। প্রেম তামাংয়ের অপরাজিত ৬৫ রানের সুবাদে শেষ পর্যন্ত দেড়শ’ রানের কাছাকাছি যায় দলটির সংগ্রহ। শতক করা মহসিন ৪২ রানে নেন ৪ উইকেট। এছাড়া ইরফান লিয়াকত ও সাইফ আলি দুটি করে উইকেট নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লেট ফাইনালে আফগানিস্তান

১০ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ