Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু ৬শ’ ছাড়ালো সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৫:০২ পিএম

গত চব্বিশ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০৬ জনে। একই সময়ে বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৩৮৪ জনের দেহে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ২৫২ জন রোগী হয়ে উঠেছেন সুস্থ। আর হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত আরও ১৪ জন রোগী। আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৮৪ জনের দেহে প্ওায়া গেছে করোনাভাইরাসের অস্তিত। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৮৬৪ জনে। এর মধ্যে সিলেট ১৯ হাজার ৫১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮৫৫ জন, হবিগঞ্জ ৩ হাজার ৯৮৩ জন, ৪ হাজার ৬৪৭ জন মৌলভীবাজারে ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৬৪ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৮৪ জন করোনা আক্রান্ত রোগীর ২০০ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ ৩৬ জন, হবিগঞ্জের ৪২ জন ও বাসিন্দা ১০৬ জনমৌলভীবাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০ জন, ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৬৫ জন, সুনামগঞ্জে ৫৪ জন, হবিগঞ্জে ৪১ জন ও ২৯জন ভর্তি রয়েছেন মৌলভীবাজারে। একইদিনে বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন আরও ২৫২ জন। এরমধ্যে ২০০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া ৫ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারের ৪৭ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৭ হাজার ৭১২ জন। এর মধ্যে সিলেট ১৮ হাজার ৯৮৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জ ২ হাজার ৩৫৫ জন, ৩ হাজার ২৩৭ জন মৌলভীবাজারে ও ওসমানী হাসপাতালে ১২২ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন রোগী। সকলেই সিলেটের বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৬০৬ জন। এর মধ্যে সিলেট ৪৮৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন, ৫০ জন মৌলভীবাজারের ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন। এদিকে সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা রোগী শনাক্ত হয় ৯৩ জন। এদের মধ্যে সিলেট ১৬ জন, ৩৫ সুনামগঞ্জ, ২১ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারের ২১ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৩৪ জনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ