Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে কঠোরভবে পালন হচ্ছে লকডাউন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ১:১৫ পিএম

সারাদেশের মতো ফরিদপুরে ও কঠোর ভাবে পালন হচ্ছে লকডাউন। আর তা সফল করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিন সকালের বিভিন্ন স্পটে ঘুরে দেখা গেছে শহরের লোক সংখ্যা অনেক কম। মাঝেমধ্যে দুই-একটা বিক্ষিপ্ত রিকশাকে চলাফেরা করতে দেখা গেছে। শহরে এখনো কোনো বাস বা বড় কোনো যানবাহন চলতে দেখা যায়নি।
শহরের ওষুধের দোকান গুলো খোলা থাকলেও মুদি দোকান, মার্কেট শপিং মল ছিল যথারীতি বন্ধ। তাছাড়া বেইলি ব্রিজ ও আটকে দেয়া হয়েছে। তারপরও মানুষ কে বিকল্প ব্যবস্থায় ব্রিজে প্রবেশ করতে দেখা গেছে।
প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল একেবার কম থাকলেও গ্রামাঞ্চলে বা শহরতলীতে কিছুসংখ্যক দোকান খোলা দেখতে পাওয়া গেছে।
তবে সেগুলোতে কাস্টমার ছিল খুবই কম।
এদিকে লকডাউন সফল করতে বিভিন্ন স্পটে বিজিবি টহল দিতে দেখা গেছে।
এছাড়া শহরের খাবার হোটেল গুলো খোলা থাকলেও তাতে পার্সেল এর মাধ্যমে বেচাকেনা করতে দেখা গেছে। এছাড়া লকডাউন সফল করতে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মাইকিং করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ