নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ক্রিকেট দলের লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুম আবদুল কুদ্দুসের বয়স হয়েছিল ৬২ বছর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে আছেন বিপ্লব। সেখানে থেকেই বাবার মৃত্যুসংবাদ পান তিনি।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, খুব দ্রুত বিপ্লবকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে করে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে পারেন তিনি। চলতি সফরে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি বিপ্লব। এমন সময়ে বাবাকে হারানোর দুঃসংবাদ শুনে দেশে ফিরতে হচ্ছে এই লেগস্পিনারকে। বিপ্লবের বাবার অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।