Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে প্রবীণ শিক্ষক দ্বীজেন্দ চন্দ্র পাল আর নেই

জাতীয় সংসদের হুইপসহ বিভিন্ন মহলের শোক

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ৫:২৪ পিএম

ঐতিহ্যবাহী জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ: প্রধান শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল এর বাবা দ্বীজেন্দ চন্দ্র পাল ২১ জুলাই বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের সময় শেরপুর জেলা সদর হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। স্বর্গীয় দ্বীজেন্দ চন্দ্র পাল এর মৃত্যুকালে ৬ ছেলে ১মেয়েসহ বহু গুণগাহী আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অন্ত্যোষ্টিক্রিয়া বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শেরী মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে।

তার মৃত্যুতে শেরপুর জেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সি: সহসভাপতি রোটারিয়ান মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ জেলা শিক্ষক পরিষদ, কবি সংগঠন, রাজনৈতিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরলোকগমন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ