Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত সমুদ্র তেরো নদীর ওপারে তাদের ঈদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ২:৪৯ পিএম

মা-বাবা আত্মীয়-স্বজনকে ছাড়া বিদেশে আরেকটি ঈদ পার করতে হলো জাতীয় দলের ক্রিকেটারদের। পেশাদার জীবনের বাস্তবতায় সাত সমুদ্র তেরো নদীর ওপারের এই ঈদে তামিম ইকবালরা হোমসিকনেস দুর করছেন ‘দ্বিতীয় পরিবারের’ ছোঁয়ায়।

ওয়ানডে দলের অধিনায়ক তামিম তার ফেইসবুক পোস্টে গোটা দলের একটা ছবি পোস্ট করেছেন। জিম্বাবুয়ের মাটিতে নামাজ শেষ করে সবাই মিলে তোলা এই ছবির ক্যাপশনে তামিম ওই দ্বিতীয় পরিবারের কথা উল্লেখ করেছেন।

দেশসেরা ওপেনার বুধবার লিখেছেন, ‘বাড়ি থেকে দূরে দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামাজ। ’

‘ঈদুল আজহায় আল্লাহর বরকত লাভ করুন। প্রার্থনা আর এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। ’

জিম্বাবুয়েতে ঈদ উপলক্ষে খুব একটা আমেজ থাকে না। হারারে শহরে ঈদ গতকাল না আজ, সে বিষয়ে নিশ্চিত হতে ক্রিকেটারদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত তাদের অনিশ্চয়তা দূর করেন জিম্বাবুয়ে দলের মুসলিম ক্রিকেটার সিকান্দার রাজা।

তার কাছে ফোন করে ক্রিকেটাররা জানতে পারেন, বাংলাদেশের মতো জিম্বাবুয়েতেও ঈদ বুধবারই।

ক্রিকেটাররা এর আগে যতবার বিদেশে ঈদ করেছেন, বাইরে ঘোরাফেরার সুযোগ পেয়েছেন। তবে এবার জৈব সুরক্ষাবলয়ের কারণে কেউ হোটেলের বাইরে যেতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ