Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইকন ছাড়া অন্য ক্যাটাগরির সম্মানী বাড়েনি!

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ সংস্করণে আইকন ক্রিকেটারদের সম্মানী বেড়েছে। তৃতীয় সংস্করণে যেখানে সাকিব, তামীম, মাশরাফি, মুশফিকুর, মাহামুদুল্লাহ, নাসিরদের সম্মানী ধার্য হয়েছিল ৩৫ লাখ টাকা, এবার সেখানে আইকন ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৫৫ লাখ টাকা সম্মানী পাবেন সাকিব, তামীম, মাহামুদুল্লাহ, মাশরাফি, মুশফিকুরের সম্মানী সেখানে নির্ধারিত হয়েছে ৫০ লাখ টাকা এবং সৌম্য, সাব্বিরের সম্মানীর অংক দাঁড়াচ্ছে ৪০ লাখে। তবে আইকন ক্রিকেটারদের সম্মানীর অংক বৃদ্ধি পেলেও বাড়েনি অন্য ক্যাটাগরির ক্রিকেটারদের দর। গতবারের মতো এবারো ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের সম্মানী ২৫ লাখ টাকা, ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ১৮ লাখ টাকা, ‘সি’ গ্রেডের ক্রিকেটারদের সম্মানী ধার্য করা হয়েছে ১২ লাখ এবং ‘ডি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা।
কপালটা খারাপ নাসিরের। ২০১৫ সালে অনুষ্ঠিত ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এবং বিপিএলে ছিলেন আইকন ক্যাটাগরিতে। এবার সেখানে প্রিমিয়ার ডিভিশনের পর প্রথম বিভাগেও ‘এ’ ক্যাটাগরিতে নেমে গেছেন এই অল রাউন্ডার। বিপিএল ‘থ্রি’তে যেখানে ঢাকা ডায়নামাইটসে খেলেছেন ৩৫ লাখ টাকায়, এবার প্লেয়ার্স ড্রাফটে তার দর সেখানে ২৫ লাখ টাকা। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন দাস, শুভাগত হোম, মুমিনুল, তাসকিন, রুবেল, আরাফাত সানিদের ভাগ্য এবারো ‘এ’ গ্রেডে থমকে আছে! গতবার স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ১৩৩ জন উঠেছেন প্লেয়ার্স ড্রাফটে, এবার সেখানে আগামী ৩০ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্লেয়ার্স ড্রাফটে উঠছেন ১৩৩ ক্রিকেটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইকন ছাড়া অন্য ক্যাটাগরির সম্মানী বাড়েনি!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ