Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমেক করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৮ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২১, ১:০৮ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ৭ জন করোনা ভাইরাস এর সংক্রমনে কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন।অপরাপর ১১ জন মারা যান কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

 বুধবার(২১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি ।

তিনি বলেন, মমেকের করোনা ইউনিটটিতে করোনায় যারা মারা গেছেন তাঁরা হলেন ময়মনসিংহ সদরের সুলতান আহমেদ (৫৮) ও সুলতানা আক্তার (৩৪), ত্রিশালের খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মানিক চক্রবর্তী (৬৩), পূর্বধলার লিফটন রায় (৩৮), দুর্গাপুর উপজেলার আশরাফ আলী (১০০) ও টাঙ্গাইল মধুপুরের শেফালি আক্তার (৫৭)। 

এছাড়া করোনারি উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাঁরা হলেন ময়মনসিংহ সদরের এরশাদ আলী (৮১), রীতা বেগম (৪৬), আবদুল বারি (৬৫), ফুলবাড়িয়ার মনজুরুল হক ( ৮০), জয়বুন্নেসা (৮০), গৌরীপুরের নুরুল আমিন (৮০), ফাতেমা আক্তার (৬০) ও মিনতি সরকার (৩৬), নেত্রকোনার কেন্দুয়ার জগবন্ধু (৭০), টাঙ্গাইলের সাজেদা বেগম (৪০) ও গাজীপুর শ্রীপুরের রুনা আক্তার (২৮)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৩৯ জন রোগী  ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ৪৩১ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ