Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির অনুপস্থিতি পোড়াচ্ছে শুবার্টকেও

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ শিবিরের প্রধাণ যোদ্ধার আহতের সংবাদে যে কারোরই খুশিই হওয়ার কথা। আর সেই নামটি যদি হয় লিওনেল মেসি, তাহলে তো কথাই নেই। কিন্তু বরুশিয়া মশেনগøাডবাখ কোচ আন্দ্রে শুবার্টকে জিজ্ঞেস করুণ, তিনি ভিন্ন বাণীই শোনাবেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ বরুশিয়া পার্কে তার দলের প্রতিপক্ষ বার্সেলোনা। কাতালান দলে চোটের কারণে নেই লিওনেল মেসি। ঘরের মাঠে বিশ্বের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতি পোড়াচ্ছে প্রতিপক্ষ কোচ শুবার্টকে, ‘লিওনেল মেসির অনুপস্থিতি আমাকে মিশ্র অনুভূতি দিচ্ছে। তার বিপক্ষে খেলতে পারলে আমরা খুশি হতাম। আগামীকাল (আজ) আমরা অসাধারণ একটা দলের মুখোমুখি হব। কিন্তু সেই দলে থাকবে না বিশ্বের সেরা খেলোয়াড়।’
লেগানেসের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে অপ্রত্যাশিত হারের পর চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিক ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সেদিন লিওনেল মেসির হ্যাটট্রিকে সেল্টিককে ৭-০ গোলে ভাসিয়েছিল কাতালান দলটি। দলের সেই প্রাণভোমরাকেই পাচ্ছে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে নেইমার-সুয়ারেজদের সাম্প্রতিক ফর্ম হয়তো এই বার্তাই দিচ্ছে ‘ভয় কি বন্ধু, আমরা তো আছি’।
সাম্প্রতিক ফর্ম নিজেদের হয়ে কথা না বললেও আসরে বরুশিয়া মশেনগøাডবাখ নামটা কিন্তু বেশ পুরোনো। তবে ১৯৭৬/৭৭ মৌসুমের ফাইনাল ও পরের মৌসুমে সেমিফাইনালের পর দীর্ঘ সময় তাদের কেটেছে চরম হতাশায়। সেই পর্ব কাটিয়ে আবার নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা করছে দলটি। প্রায় ৩ যুগ পর গেল মৌসুমে আসরের মূল পর্বে পাও রাখে। কিন্তু ভাগ্যক্রমে পড়তে হয় ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও সেভিয়ার মত দলে গড়া শক্ত গ্রæপে। ফলে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে জয় ও জুভেন্টাসের সাথে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবারও প্রথম ম্যাচে তাদের মুখোমুখি হতে হয়েছিল ‘অপ্রতিরোধ্য’ গার্দিওলার ম্যানসিটির বিপক্ষে। ইতিহাদে ম্যাচটি ৪-০ গোলে হেরেছিল বুন্দেসলিগার দলটি।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। দু’দলের সাম্প্রতিক ফর্ম লড়াইয়ের আভাস দিলেও শুবার্ট দিচ্ছেন ভিন্ন সুর, ‘বার্সার মত দলকে ভোগাতে হলে আপনাকে ব্যতিক্রমী নৈপূণ্য প্রদর্শন করতে হবে।’ এর অর্থ যুদ্ধে নামার আগেই যে তিনি হার মেনে নিচ্ছেন না তা ৪৫ বছর বয়সীর পরের কথাতে স্পষ্ট, ‘এটা জীবন মরণের কোন বিষয় না, এটা শ্রেফ ফুটবল খেলা। আমাদেরও একটা পরিকল্পনা আছে। ব্যাপারটা নির্ভর করছে আমরা কতটা সময় বলের নিয়ন্ত্রণ রাখতে পারব তার ওপর।’
বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ অবশ্য ম্যাচটাকে একদম হালকাভাবে নিচ্ছেন না, ‘আমরা জানি এটা (ম্যাচ) কঠিন হবে। কারণ আমরা ভালো একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি।’ এদিকে এই ম্যাচ দিয়ে আবারো পুরোনো ক্লাবে ফিরতে যাচ্ছেন বার্সা গোলরক্ষক মার্ক টার স্টেগেন। এজন্য উৎসাহের কমতি নেই, ‘বরুশিয়া আমার প্রথম ভালোবাসা এবং এটা আজীবণ থাকবে।’ বিমান পথে উড়ালের সময় টুইট করেছেন, ‘আর তর সইছে না।’
এবার আগেভাগেই দেখা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের। গেলবার সেমিফাইনালে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে পা রেখেছিল অ্যাটলেটিকো। ইউরোপিয়ান শ্রেষ্ঠাত্বের প্রতিযোগিতায় একই রাতে মাছে নামছে গার্দিওলার সিটি, আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ও ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও।

আজ মুখোমুখি
লুডোগোরেটস-পিএসজি
আর্সেনাল-বাসেল
বেসিকটাস-ডায়নামো কিয়েভ
নাপোলি-বেনফিকা
ম’গøাডবাখ-বার্সেলোনা
সেল্টিক-ম্যানসিটি
অ্যাট.মাদ্রিদ-বায়ার্ন
রোস্তোভ-পিএসভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসির অনুপস্থিতি পোড়াচ্ছে শুবার্টকেও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ