বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে পবিত্র ঈদ উল আজহার দিনে করোনায় মৃত্যু, আক্রান্ত এবং শনাক্তের হার আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। আগের দিন মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু এবং ৯২৫ জন আক্রান্ত হন। ওইদিন আক্রান্তের হার ছিল ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যা ২৩ দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে। বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে সর্বোচ্চ ৩৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৫৬১ জন এবং বাকি ২২৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৩৮২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৬০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।