বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃষ্টি আর যানজটের ভোগান্তিকে সঙ্গী করে মানুষ ছুটছে গ্রামের দিকে। পথে পথে চরম ভোগান্তিতে নাকাল হচ্ছে তারা। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বাড়ি।
এদিকে টাঙ্গাইলে মহাসড়কে রাত থেকেই থেমে থেমে পরিবহন চলাচল করছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী এলেঙ্গা থেকে টাঙ্গাইলের করোটিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো।
তবে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সড়ক লেনে এই যানজট এবং ধীরগতি থাকলেও ঢাকাগামী সড়ক লেনে তেমন পরিবহন নেই।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে দেখা গেছে, এলেঙ্গা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে যানবাহন চলাচল করছে। রাবনা বাইপাস থেকে টাঙ্গাইলের করোটিয়া পর্যন্ত মহাসড়কে গাড়ি থেমে থেমে চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল থেকেই আব্দুল্লাহপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত যানজট লেগেই আছে। এতে চরম বিপাকে পড়তে হয়েছে। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছে।
হাইওয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই ভোররাত থেকেই মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইলের করোটিয়া পর্যন্ত সড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।