বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবান সদরে অংক্যা থোয়াই মারমা নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অংক্যা থোয়াই মারমা বান্দরবানের ক্যামলং পাড়ার মৃত বাইচা মং মারমার পুত্র এবং পেশায় একজন পল্লী চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ১৫-২০ জনের একটি সশস্ত্র দল তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর গত রোববার সন্ধ্যা থেকে রাত অবধি কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তার খোঁজে অভিযান পরিচালনা করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।