রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
চাটমোহরে গাঁজাসহ আবদুল কুদ্দুস নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অর্জুন কুমার ও এএসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে অষ্টমনিষা বাজারে তার ওষুধের দোকান থেকে তাকে আটক করেন। ওই পল্লী চিকিৎসকের দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে চাটমোহরে তাস দিয়ে জুয়া খেলায় ৫ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চাটমোহর থানার এসআই পার্থ বিশ্বাস ও এসআই অর্জুন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর হাটের পাশের বাগানে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ওই ইউনিয়নের মৃত নজু ম-লের ছেলে ঘটু ম-ল (৪৫), মৃত জবের প্রামাণিকের ছেলে কাদের (৫০), আফছারের ছেলে সামাদ (৩৫), দবির মোল্লার ছেলে ফরিদ ও মৃত তারু প্রামাণিকের ছেলে মাহাতাবকে আটক করেন। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শেহেলী লায়লার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রকাশ্যে জুয়া আইনে ১৮৬৭ এর ৩ ধারা মোতাবেক প্রত্যেককে ২০০ টাকা জরিমানা ধার্য করেন। পরে তারা জরিমানার টাকা পরিষদ করে মুক্তি পায়। উল্লেখ্য, ওই স্থানে দীর্ঘদিন ধরে অবাধে চিহ্নিত জুয়াড়িরা জুয়া খেলা করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।