Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে করোনা প্রতিরোধ বুথ স্থাপন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

নাটোরে করোনা প্রতিরোধ বুথ স্থাপন ও অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে। গত রোববার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে করোনা প্রতিরোধ বুথ স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সেখানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা রুগীদের সেবার জন্য নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পরিতোষ কুমার রায়ের হাতে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, আমরা সবাই মিলে করোনাকালীন এই দুর্যোগে পাড়ি দেবো। তিনি এই আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা সবাই একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দেবো। যার যা কিছু সামর্থ্য আছে সবকিছু উজাড় করে দিয়ে এ দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। পলক আরো বলেন তিনটি স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নিয়মিত মাস্ক ব্যবহার করা, সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা। এ সময় তিনি জেলা পুলিশের প্রশংসা করে বলেন জেলা পুলিশ ইতোমধ্যেই অক্সিজেন ব্যাংক গড়ে তুলেছে যা নাটোরের করোনা রোগীদের জন্য এক মাইলফলক। এই অক্সিজেন হাসপাতালেও ব্যবহার করা হচ্ছে। তিনি জেলার বিভিন্ন জনবহুল স্থানে করোনা প্রতিরোধ ৬০টি বুথ, ১ লক্ষ মাস্ক ও দেড় লক্ষ টাকা প্রদান করেন ও ৪টি কন্সেন্ট্রেটর প্রদান করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সেখানে আরোও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পলক স্বেচ্ছাসেবকদের জন্য তিনশ’ গেঞ্জি এবং ক্যাপ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ