Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ধারাবাহিক নাটক ‘ও পাখি তোর যন্ত্রণা’

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১০ এএম

৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ও পাখি তোর যন্ত্রণা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪০মিনিটে। বৃন্দাবন দাস-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, সালাহ্উদ্দিন লাভলু, তানজিকা আমিন, নাইমা আলম মাহা, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস, পারভেজ, কে এ আমিন ও আরো অনেকে। গ্রামের একটি বাড়ীতে বাস করে দুই ভাই। বড় ভাইয়ের শ্যালিকা মাঝে মধ্যে বেড়াতে আসে। তার নাম পাখি। সুন্দরী পাখিকে নিয়ে এ বাড়ীতে ঝামেলার সৃষ্টি হয়। গ্রামের যুবক ছেলেরা পাখির প্রেম প্রত্যাশী হয়ে বাড়ীর পাশে ঘুরঘুর করে। ব্যর্থ হয়ে নানাভাবে পাখিকে বিরক্ত করার চেষ্টা করে। একজন একদিন পাখিকে উদ্দেশ্য করে জনপ্রিয় গান গেয়ে ওঠে ‘ও পাখি তোর যন্ত্রণা’ কিংবা ‘পাখিরে তুই’ গানটি। পরবর্তীতে এটি সবার মুখে মুখে ছড়িয়ে পরে। বাড়ীর পাশ দিয়ে যেতে গিয়ে একবার গানটি গাইতেই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক নাটক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ