Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনে ওসি

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৮:২৪ পিএম

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির (৭০) দাফন সম্পন্ন করেছে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ব্যাক্তি। পরে বিকেলে শহরের হাতিখানা কবরস্থানে তার দাফন-কাফন সম্পন্ন হয়।

সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের নিয়ামতপুর নামকস্থানে গত ১২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ্য অবস্থায় পড়ে ছিল ওই বৃদ্ধ। এ অবস্থায় নিয়ামতপুরের মাহবুব আলম নামে এক ব্যবসায়ী শ্বাসকষ্ট অসুস্থ্য অবস্থায় বৃদ্ধকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। দীর্ঘ সাত দিন পর আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশকে জানালে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) সাথে আলোচনাক্রমে লাশ দাফনের কাজে অংশগ্রহণ করি। গাউসিয়া কমিটির সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ জানাজায় ইমামতি করেন। এরপর লাশ দাফনের কাজ সম্পন্ন করি।

গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট হাসনেন ইমাম সোহেল জানান, করোনাকালীন সময় থেকে আমরা করোনা বা করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন করে আসছি। এ ছাড়াও বেওয়ারিশ লাশ দাফন এবং বিভিন্ন সেবামূলক কাজে আমরা অংশ নিয়ে থাকি। তিনি বলেন, পুলিশ মারফত খবর পেয়ে এ মৃত ব্যক্তির দাফন করা হলো।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ওমেদুল হাসান সম্রাট জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছেন। তিনি বলেন, ওসির নির্দেশে মৃত ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। যা মৃতের পরিচয় সনাক্তের কাজে ব্যবহার করা হবে।

এ ব্যাপারে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, করোনাকালীন সময়ে পুলিশ কর্মকর্তার এমন দায়িত্ববোধ ও মানবিকতার কাজে সাধারণ মানুষের কাছে পুলিশের ইতিবাচক দিক ফুটে উঠবে নিশ্চিত। তিনি এমন কাজে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রশংসা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ