Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভেড়ার দাম সাড়ে তিন লাখ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:১০ এএম

আকার টাট্টু ঘোড়ার মতো। মাথার চকচকে শিং দুটি চমৎকারভাবে বাঁকানো। তার বসবাস সেনেগালের রাজধানী ডাকারের একটি বাড়ির ছাদে। তার থাকার ঘরটিতে আছে সিলিং ফ্যান ও রংবেরংয়ের বাতি। কুরবানির জন্য লাদুম প্রজাতির এই ভেড়াটির দাম হাঁকা হয়েছে তিন হাজার ৬০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ ৫২ হাজার)। ভেড়াটির মালিক আব্দু ফাতাহ দিওপ অত্যন্ত যত্নআত্মি করেন ভেড়াটির। পরিবারের অন্য সদস্যদের পেছেনে তিনি যে অর্থ ব্যয় করেন মাসে, তারচেয়ে বেশি খরচ করেন এই ভেড়াটির পেছনে। তিনি বলেন, ‘এটা আমার শখ। আমি সবকিছু ভুলে যাই।’ সেনেগালে ভেড়ার সবেচেয়ে দামি জাত হলো লাদুম। মসৃণ পশম আর বাঁকানো শিংয়ের এই ভেড়ার কাঁধ চার ফুটের বেশি উঁচু হয়ে থাকে। কুরবানির জন্য এই জাতের ভেড়াগুলো চড়া দামে কিনে থাকেন দেশটির ধনী সম্প্রদায়। আবু কানে নামে আরেক খামারি জানান, ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য তার কাছে এক ডজনেরও বেশি লাদুম প্রজাতির ভেড়া রয়েছে। এগুলোর একেকটির দাম তিন হাজার ৬০০ মার্কিন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত ক্রেতারা। ভেড়ার এই এই জাত প্রসাথে কানে বলেন, ‘এটা ব্যতিক্রমী জাত, যেটি আপনি কোথাও খুঁজে পাবেন না।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়ে তিন লাখ টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ