Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে গ্রামবাসীর সাথে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধ’ : নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ৪:০৬ পিএম

সোমবার (১৯ জুলাই) ভোরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত এবং দুই র‌্যাবের সদস্যও আহত হয়েছেন। বেলা সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু নাঈম মো. তালাত। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আহত অবস্থায় দুইজনকে আটক করা হয়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু নাঈম মো. তালাত আরও বলেন, গতরাতে র‌্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় গফরগাঁও-ভালুকা সড়কের উপজেলার হাটুরিয়া এলাকায় অবস্থান করছিল একদল দুষ্কৃতকারী। পরে টহল টিম সেখানে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ