Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:০৪ পিএম

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (৪০) এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালোনি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভোরে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা কালোনি চেকপোস্টে ডিউটিকালীন একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে তার ভেতর থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় একজন গুলিবিদ্ধ হন। বাকি দু’জন পালিয়ে যান। এ সময় দু’টি পিস্তল, দু’টি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি, ২৯৬ বোতল ফেনসিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদকবিক্রেতাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে র‌্যাব লাশটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের নারায়গঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ