নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রয়োজন ছিল ২৬ রান। ওয়েসলি মাধভেরের মিসফিল্ডে সাকিব আল হাসান ২৩ থেকে পৌঁছে গেলেন ২৭ রানে। আরেকটি রেকর্ড হয়ে গেল দেশসেরা অলরাউন্ডারের। ওয়ানডেতে সাড়ে ছয় হাজার রান ছোঁয়ার পথে তৃতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান হয়ে গেল সাকিবের। পরে সেটিকে রূপ দিয়েছেন ফিফটিতে। ১৪ হাজার ৪৩ রান নিয়ে এ তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। দুইয়ে থাকা মুশফিকুর রহিমের রান ১২ হাজার ৫৫৯। আলাদা করে টেস্ট ও ওয়ানডেতেও রানের সংখ্যায় সাকিব আছেন তামিম ও মুশফিকের পরই। অবশ্য টি-টোয়েন্টিতে তামিমের পরই তিনি। এ সংস্করণে মুশফিকের অবস্থান চার নম্বরে, তার আগে আছেন মাহমুদউল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।