Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিলেজে এবার অ্যাথলেট আক্রান্ত!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

টোকিও অলিম্পিকে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার অলিম্পিক ভিলেজে একই দেশের দুই অ্যাথলেটের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে গতকাল অলিম্পিক ভিলেজে প্রথম কোনো অ্যাথলেটের কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তারা কোন দেশের সেটা জানানো হলেও এটুকু নিশ্চিত হওয়া গেছে, হারুমি ওয়াটারফ্রন্ট ডিস্ট্রিক্টের অ্যাথলেট ভিলেজে থাকা এই দুই অ্যাথলেট একই ডিসিপ্লিনের খেলোয়াড়।
এদিন প্রথম ধাপে অলিম্পিকের সঙ্গে যুক্ত মোট ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানানো হয়। আগের দিন ১৫ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছিল। টোকিওতে পৌঁছানোর পর দক্ষিণ কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটির সদস্য রিউ সিউং-মিন করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন। অলিম্পিকের সাবেক এই অ্যাথলেট অবশ্য আগেই টিকা নিয়েছেন। এদিকে, দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের তিন জনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে দুজন খেলোয়াড় ও একজন ভিডিও অ্যানালিস্ট। আগামী বৃহস্পতিবার স্বাগতিক জাপানের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।
করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। আগামী ৮ আগস্ট পর্দা নামবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের। প্রায় দর্শকবিহীন ভাবেই গড়াবে এবারের আসর। সামগ্রিকভাবে জাপানে করোনাভাইরাস পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় খারাপ না হলেও সাম্প্রতিক সময়ে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে আয়োজক শহর টোকিওতে। শহরটিতে গত চার দিন ধরে টানা এক হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোকিও অলিম্পিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ