Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনপিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ২০০৭ সালের ১৯ জুলাই জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে এনপিপি।

এক প্রেস বার্তায় দিনটি উপলক্ষে এনপিপি’র সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক-শুভানুধ্যয়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এনপিপি ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

এনপিপির চেয়ারম্যান বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গিকার, ‘নিরপেক্ষ নির্বাচনই হবে গণতন্ত্র বিকাশের একমাত্র হাতিয়ার’। এসময় তিনি সকলকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এনপিপিতে শরিক আহবান জানান। এছাড়া এনপিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ শওকত হোসেন নিলুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনপিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ