Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১/১১’র সুবিধাভোগী আওয়ামী লীগ : এনপিপি

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার  : ১/১১ কুশিলবদের গ্রেফতার করুণ বেগম খালেদা জিয়ার এ দাবিকে সমর্থন করে ২০ দলীয় জোটের শরীক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ১/১১ সুবিধাভোগী হলো আওয়ামী লীগ। সরকার পরিচালনায় চরম ব্যর্থতায় মানুষের দৃষ্টি অন্য দিকে নিতে হঠাৎ করে ১/১১ নিয়ে তোলপাড় করছে। অথচ আজকের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে বলেছিলেন ‘১/১১ আওয়ামী লীগের আন্দোলনের ফসল। ওনাদের (ফখরুদ্দিন-মঈনুদ্দিন) সব কাজের বৈধতা দেয়া হবে’। এখন একজন সম্পাদকের ভুল স্বীকারকে ইস্যু করে পানি ঘোলা করা হচ্ছে। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টই বলেছেন, ওয়ান ইলেভেনের কুশীলবদের কেন বিচারের আওতায় আনা হচ্ছে না ? তারা কেন এখনও বহাল তবিয়তে? মাসুদউদ্দিনের চাকরি কেন চারবার বৃদ্ধি করা হলো ? কুশিলবদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। বেগম জিয়ার এ বক্তব্য দেশের ১৬ কোটি মানুষের কণ্ঠের প্রতিধ্বনি। আর র‌্যাটস নামে পরিচিত আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাদের জিজ্ঞাসাবাদ করলেই মাইন্যাস টু ফর্মূলার নেপথ্যের কাহিনী বের হয়ে আসবে। বিবৃতিতে এনপিপি চেয়ারম্যান সুপ্রিম কোটের সিনিয়র এই আইনজীবী বলেন, মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে করা মানহানির মামলার একটিও টিকতে না। ‘মান’ যায় একজনের মামলা করে অন্যজন? প্রধানমন্ত্রীর উচিত কারা তাকে খুশি করতে মামলা করার প্রতিযোগিতায় নেমেছে তাদের চিনে রাখা। কারণ নিদেন কালে শেখ হাসিনা এদের কাউকে নিতে খুঁজে পাবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১/১১’র সুবিধাভোগী আওয়ামী লীগ : এনপিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ