পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাস্তা, ব্রিজ, ইউনিভার্সিটি, হাসপাতাল ও কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু মানুষের মানবিক উন্নয়ন হচ্ছে না। যতক্ষণ না মানুষের মানবিক উন্নয়ন হবে ততদিন মানুষ উন্নয়নের সুফল পাবে না। তাই মানবিক উন্নয়ন করতে হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস্ পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ মাহমুদুল হক আক্কাছ ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আরিফুর রহমান (সুমন মাষ্টার) এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে ওয়াহিদুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইসমাইল হোসেন নির্বাচিত হন। আগামাী ২৭ই মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। ন্যায়-বিচার, সুশাসন, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।