বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের শয্যা ১৩০ থেকে আজ রোববার দুপুরে ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। চালু হয়েছে নতুন সেন্ট্রাল অক্সিজেন। অন্যদিকে, বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত থেকে ৭৬ শয্যা নিয়ে নতুন করোনা ইউনিট চালু করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান জানিয়েছেন, ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনার করোনা ইউনিটগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছিল। করোনা ডেডিকেটেড হাসপাতালে মোট ২০০ শয্যার মধ্যে আইসিইউ রয়েছে ২০ টি। নতুন সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালু হওয়ায় রোগীদের অক্সিজেনের সমস্যা অনেকটাই লাঘব হবে।
খুলনার কেডিএ এভিনিউয়ে খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ শয্যার নতুন করোনা ইউনিট উদ্বোধন করা হয়েছে। এখানে ৭ টি আইসিইউ এর ব্যবস্থা রাখা হয়েছে। এটি নিয়ে খুলনায় মোট ৫ টি করোনা ইউনিট রোগীদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সবমিলিয়ে খুলনায় এখন ৫ টি করোনা ইউনিটে ৫৪১ টি শয্যা রয়েছে। এর মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০০, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ শয্যা, খুলনা জেনারেল হাসপাতালে ৭০ শয্যা এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ টি ও খুলনা সিটি মেডিকেল কলেজে ৭৬ টি শয্যা রয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় খুলনায় ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। তিনি জানান, মোট ১৩৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। একই সময়ে করোনা ও উপসর্গে খুলনায় ২৩ জন মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।