Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ৪:৫৪ পিএম

সিলেট বিভাগে আগের সকল রেকর্ড ভেঙে একদিনে ভয়ঙ্কর করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক এই ১২ জনের মৃত্যু ঘটে। এর মধ্যে শুধু সিলেট জেলার ১২ জন। অপরজন মৌলভীবাজার জেলার। রবিবার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এই ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮১ জন। এটাও একদিনে সিলেটে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড। নতুন আক্রান্ত ৬৮১ জনের মধ্যে সিলেট জেলার ২২৫ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৬৫ জন, সুনামগঞ্জ জেলার ৯৮ জন, হবিগঞ্জ জেলার ১০৫ জন ও মৌলভীবাজার জেলার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টার ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত মোট ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৫৮ জন, সুনামগঞ্জের ৪২ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪৩ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় ৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে জেলার ৬৫ জন ও মৌলভীবাজারে ২৫ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ২২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৯ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৬৫ জন করোনামুক্ত হয়েছেন জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৩ হাজার ৩৫ জন। অন্যদিকে, করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ