Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনের ব্যবধানেই দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ ৪গুন, মৃত্যু আরো ৭জনের

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ২:২৫ পিএম

নমুনা পরীক্ষা অগের দিনের তুলনায় তিনগুনেরও বেশী বৃদ্ধির সাথে দক্ষিণাঞ্চলে করোনা সনাক্তের সংখ্যাও ১৫৬ থেকে এক লাফে প্রায় ৪ গুন বেড়ে ৬শতে উন্নীত হল। মারা গেছেন আরো ৭ জন। এসময়ে মহানগরীতে ৭৬ জন সহ বরিশাল জেলায়ই আক্রান্তের সংখ্যা ১৯৭। মহানগরীর ভাটিখানা এলাকার ৫৫ বছরের এক নারী শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এসময়ে । কিন্তু এরপরেও বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিনাঞ্চলে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। লকডাউন প্রত্যাহারের পরে থেকেই এ অঞ্চলের ঘরের বেশীরভাগ মানুষ রাস্তায় নেমে অসছে প্রতিদিন। এছাড়াও বিপুল সংখ্যক বাস,লঞ্চ ও আকাশ পথে লক্ষাধীক মানুষ দক্ষিণাঞ্চলে পৌছছে ঈদের আনন্দ(?)উপভোগ করতে। কোরবানির পশুর হাটেও উপচে পড়া ভীড়। কোথাও স্বাস্থ্য বিধির তোয়াক্কা করছেন না কেউ।
রোববার দুপুরের পূবর্বর্তি ২৪ ঘন্টায় বরিশাল মহানগরী, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠীতে ৭ জনের মৃত্যুর ফলে দক্ষিনাঞ্চলে মোট সংখ্যাটা ৩৮৪’তে উন্নীত হল। গড় মৃত্যুহার ১.৪৮%। আর গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৯২ জন সহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৮৭৯ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২৫ হাজার ৮৮৭ জনে। সনাক্তের গড়হার ১৮.৯৬%। যা ১৮ জুনের চেয়ে ৪.৩৭% বেশী। আর চলতি মাসের প্রথম ১৮ দিনেই দক্ষিণাঞ্চলে ২৫ হাজার ৮৭ জনের নমুনা পরিক্ষাায় সনাক্তের সংখ্যা ৮ হাজার ৩১৪। এ মাসের গড় সনাক্তের হার ৩৩%-এরও বেশী। আর শুধু চলতি মাসের ১৮ দিনেই মারা গেছেন ৮০জন।
রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায়ও সনাক্তের সর্র্বোচ্চ সংখ্যা ছিল বরিশালেই, ১৯৭। এনিয়ে জেলাটিতে ২৯ হাজার ২৫ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ১০ হাজার ৯৮’তে পৌছল। মারা গেছেন ১৪৫ জন। যারমধ্যে মহানগরীতেই ৭ হাজার ৬১৩ জন আক্রান্ত সহ মৃত্যু হয়েছে ৭৫ জনের। সনাক্তের হারে বরিশালের অবস্থান এখন দক্ষিণাঞ্চলে তৃতীয় ২১.৭২%।
গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে, ১০৪জন। এসময়ে জেলাটির রাজাপুরে আরো একজনের মৃত্যুর ফলে মোট সংখ্যাটা দাড়াল ৪৮ জনে। জেলাটিতে এপর্যন্ত ১০ হাজার ৮৩৪ জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ৩২০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের গড়হার দক্ষিণাঞ্চলের সর্র্বোচ্চ ২৬.৭৭%। মৃত্যুহার ১.৪৫%।
দক্ষিণাঞ্চলে করোনার আরেক হটস্পট পিরোজপুরেও গত ২৪ ঘন্টাায় ৩১২ জনের নমুনা পরিক্ষায় ৯৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে এসময়ে কোন মৃত্যু সংবাদ না থাকলেও জেলাটিতে ইতোমধ্যে ৫৫ জন মারা গেছেন করোনা সংক্রমনে। মৃত্যুহার ১.৫৪%। খুলনা-বাগেরহাট সীমান্তের এ জেলাটিতে ইতোমধ্যে ১৪ হাজার ৩২৮ জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ৫৬৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের গড় হার দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ, ২৪.৮৭%।
পটুয়াখালীতেও সংক্রমন ক্রমাগত উর্ধমূখি। জেলাটিতে গত ২৪ ঘন্টায় ১৫৫ জনের নমুনা পরিক্ষায় ৬৯ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত সনাক্তের মোট সংখ্যা ৩ হাজার ২০৬। মারা গেছেন ৬৩ জন । মৃত্যুর গড়হার ১.৯৭%।
মৃত্যুহারে পটুয়াখীকে টপকে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ অবস্থানে উঠে আসা বরগুনাতেও সংক্রমন ক্রমাগত উর্ধমুখি। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ২৪৯ জনের নমুনা পরিক্ষায় ৭০ জনের দেহে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। এসময়ে জেলাটির বামনা ও সদর উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নারী। জেলাটিতে এপর্যন্ত মোট ২ হাজার ২২৬ সনাক্তের মধ্যে মারা গেছেন ৪৬ জন। মৃত্যুহার ২.০৭%। সনাক্তের হার ১৩.২৬%।
ভোলাতেও এসময়ে ১৭৬ জনের নমুনা পরিক্ষায় নতুন ৬১ জন সহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৮৬। মারা গেছেন ২৭ জন। দ্বীপজেলাটিতে গত দিন দশেক ধরেই সংক্রমন ক্রমাগত উর্ধমুাখী। জেলটিতে সংক্রমনের গড়হার এখন ১৪.৬৬% এবং মৃত্যুহার দক্ষিণাঞ্চলে সর্বনি¤œ, ১.০৪%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন ১২৯ জন সহ সর্বমোট ১৬ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান হয়েছে। তবে সুস্থতার এ হার একমাস আগের ৮৯.৩৫ % তুলনায় ১৮ জুলাই ছিল ২৪.১৫% কম, ৬৫.২০%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ