Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজিরা মক্কায় উপস্থিত হচ্ছেন, শুরু হয়েছে তাওয়াফে কুদুম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২১, ১২:৫২ পিএম

পবিত্র হজের কার্যক্রম শুরুর জন্য হাজিরা সউদী আরবের মক্কা মুকাররমায় আসতে শুরু করেছেন। আজ শনিবার ( ১৭ জুলাই) সকাল থেকেই তারা তাওয়াফে কুদুম শুরু করে দিয়েছেন। গত বছরের মতো এ বছরও করোনাভাইরাস মহামারির মধ্যেই পালিত হচ্ছে পবিত্র হজ। এবছর সউদী আরবে অবস্থানরত ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।
সউদী হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ গাইড লাইন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মসজিদুল হারামে প্রবেশের পূর্বে হাজীদের ৬ হাজার জন  ভাগ করে গ্রুপ  বানানো হয়েছে। যারা ৩ ঘণ্টা পর প্রথম গ্রুপের তাওয়াফ শেষে মসজিদুল হারামে প্রবেশ করবেন।
তাওয়াফে কুদুমের প্রথম পর্ব শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এবং  (সউদী আরবে ৮ জিলহজ) রাত নয়টা পর্যন্ত চালু থাকবে।
সউদী মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে, সোমবার হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন এবং মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।
এ বছর মসজিদে হারাম থেকে আরাফার ময়দান ও মুজদালিফার জন্য পায়ে হেঁটে যাওয়ার অনুমতি পাবেন না কেউ।
সউদী মিডিয়াগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরাফার ময়দানে যাওয়ার জন্য বিশেষ বাস চালু করা হবে। সূত্র: আল-আরাবিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাওয়াফে কুদুম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ