নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বুন্দেসলিগা ও বুন্দেসলিগা দুই-এ ২০২১-২২ মৌসুমেও ম্যাচে প্রতিটি দল পাঁচ জন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবেন। জার্মান ফুটবল লিগ (ডিএফএল) একই সঙ্গে জানায়, অ্যাওয়ে দলের দর্শকদেরও অনুমতি দেওয়া হবে মাঠে বসে খেলা দেখার। আগামী ২৭ আগস্ট তৃতীয় ম্যাচ ডে থেকে যা শুরু হবে।
করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের শেষভাগে লিগ দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠাসা সূচিতে শুরু হয়। ওই সময় খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। তারাই সম্প্রতি জানায়, ২০২২ সালের শেষ পর্যন্ত পাঁচ বদলির নিয়মটি চালিয়ে যেতে পারবে প্রতিযোগিতাগুলো। এরই প্রেক্ষিতে বুন্ডেসলিগায় নিয়মটি বহাল রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
কোভিড-১৯ এর কারণে বুন্দেসলিগার গত মৌসুমে বেশিরভাগ ম্যাচ হয়েছে দর্শকশূন্য মাঠে। পরবর্তীতে কেবল স্বাগতিক দলের কিছু সংখ্যক দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল। এবার মৌসুমের তৃতীয় ম্যাচ ডে থেকে অ্যাওয়ে দলের দর্শকদেরও মাঠে ফেরানোর কথা জানাল ডিএফএল।
বুন্দেসলিগার পরের মৌসুম শুরু হচ্ছে আগামী ১৩ আগাস্ট। প্রথম ম্যাচে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ খেলবে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।