মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি। সুষমা স্বরাজ বলেন, যে দেশটি সন্ত্রাসবাদের লালন, বিকাশ ও রপ্তানি করছে, তাকে চিহ্নিত করার সময় এসেছে। বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ না নিলে তাদের একঘরে করুন। গত সপ্তাহে কাশ্মীরের উরিতে হামলায় ভারতের ১৯ সেনা নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে দাবি করছে ভারত। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে। উরির হামলার ঘটনায় আটক বাহাদুর আলীর কথা উল্লেখ করে সুষমা স্বরাজ বলেন, পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকা-ের জীবন্ত প্রমাণ সে। ভারতের দাবি, জিজ্ঞাসাবাদে বাহাদুর আলী স্বীকার করেছে, সে পাকিস্তানের লস্কর-ই-তাইয়েবা থেকে প্রশিক্ষণ পেয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন এ ধরনের প্রমাণ হাজির করা হয়, তখন পাকিস্তান তা অস্বীকার করে। এটা বিশ্বাসে বাধ্য করার চেষ্টা করা হয় যে, এ ধরনের হামলার মাধ্যমে তারা যে এলাকার কথা বলে তা দখল করতে পারবে। তিনি বলেন, আমি পাকিস্তানকে এ ধরনের স্বপ্ন ত্যাগ করার পরামর্শ দিচ্ছি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সব সময় তা-ই থাকবে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।