Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলব উত্তরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

স্বাস্থ্যবিধি মানতে মাইকিং, মানছে না অনেকেই

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৮:১৬ পিএম

সরকার লকডাউন শিথিল করার পর ঈদুল আযহা উপলক্ষে মতলব উত্তর উপজেলায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট ৷ বৃহস্পতিবার লকডাউন পরবর্তী সময়ের প্রথম দিনে দুই একটি হাট বসলেও, শুক্রবার থেকে পুরোদমে বসবে কোরবানির পশুর হাটগুলো৷ জানা যায়, এ উপজেলায় ছেংগারচর পৌর বাজারসহ ১৬ স্থানে কোরবানির পশুর হাট বসবে।

শুক্রবার উপজেলার ছেংগারচর পৌর বাজারে জমেছে কোরবানির পশুর হাট৷ যথেষ্ট ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন বাজারে আসা লোকজন। স্বাস্থ্যবিধি মেনে চলর জন্য বাজার কর্তৃপক্ষ প্রতিনিয়ত মাইকিং করছে। বিনামূল্যে মাস্ক দিলেও অনেকই তা ব্যবহারে অনিহা প্রকাশ করছে৷ কেউ কেউ মাস্ক পকেটে, কেউবা মাস্ক হাতে নিয়ে বাজারে ঘুরাঘুরি করতে দেখা গেছে৷

সরেজমিনে ছেংগারচর পৌর বাজারে গিয়ে দেখা যায়, হাটে বিভিন্ন প্রজাতির গরু উঠেছে৷ প্রথম দিকে হওয়ায় দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দড়কষাকষি লক্ষ্য করা গেছে৷

গরু কিনতে আসা বালুর চরের সোহাগ বলেন, বাজারে গরুর দাম সন্তোষজনক৷ খুব বেশিও না আবার কমও না৷ আমি ১ লাখ ৬৫ হাজার টাকায় একটি গরু কিনেছি৷

বিক্রেতা আলা উদ্দিন বলেন, আমি ২৫ টি গরু ষাঁড় নিয়ে এসেছিলাম, এর মধ্য ৮ বিক্রি হয়ে গেছে৷ আশা করছি, আগামী দু'দিনের মধ্য বাকী ষাঁড়গুলো বিক্রি হয়ে যাবে৷ দাম কিছুটা কম মনে হচ্ছে৷দেখি সামনে বাড়তি পাই কিনা।

হাটের ইজারাদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনার চেষ্টা করছি, আমরা বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি মাইকিং করে মানুষকে সচেতন করছি৷ বাজারে গরুর আমদানি ভাল৷ যতই ঈদের দিন ঘনিয়ে আসবে, ক্রেতারা সংখ্যা ততই বাড়বে বলে আশা করছেন বাজার কর্তৃপক্ষ৷

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, কোরবানি পশুর হাটে ক্রেতা ও বিক্রেতার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা নাহলে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ