Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে টিসিবির তেল দোকানে, জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৭:১২ পিএম

চট্টগ্রামে মেয়া‌দোত্তীর্ণ খাদ্যপণ্য, অননু‌মো‌দিত রং, মেয়া‌দোত্তীর্ণ ওষুধ পাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নগরীর পাঠানপাড়া এলাকার সৈয়দ স্টোর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলের ১২ লিটার তেলের ৬টি প্লাস্টিক বোতল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার ও জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযানে পাঠানপাড়া এলাকার সৈয়দ স্টোরে টিসিবির তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিউ চিটাগাং স্টোরকে মেয়াদোত্তীর্ণ আটা ও ময়দা বিক্রির জন্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানাসহ ৬৪ কে‌জি আটা ও ময়দা ধ্বংস করা হয়। মা ডিপার্টমেন্টাল স্টোর‌কে মেয়া‌দোত্তীর্ণ দুধ, দই, মিষ্টি সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ বর্ণিত খাদ্যপণ্য ধ্বংস করা হয়। কামরাবাদ এলাকার আবদুল্লাহ্ মেডিসিন প‌য়েন্ট‌কে অননু‌মো‌দিত, মেয়া‌দোত্তীর্ণ ও মেয়াদবিহীন কাটা ওষুধ বিক্রির জন্য রাখায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ বর্ণিত ওষুধ ধ্বংস করা হয়। জাহাঙ্গী‌রের মসলার দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার জরিমানাসহ সতর্ক করা হয়। মুন্সী ফুডস‌কে কেক উৎপাদনে ছাপানো নিউজপ্রিন্ট ব্যবহার, খাবার মেঝেতে রাখায় ৩৫ হাজার জ‌রিমানাসহ ৬০ কেজি কেক ধ্বংস করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ