Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে মাছ ধরার জাল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৬:২১ পিএম

ময়মনসিংহের ফুলপুরে মাছ ধরার জাল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে রুহুল আমিন নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার ঠাকুরবাখাই (কান্দাপাড়া) নামকস্থানে। নিহত রুহুল আমিন হালুয়াঘাট উপজেলার গাজীপুর গ্রামের আক্কাছ আলী ফকিরের ছেলে।

জানা যায়, ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই এলাকার নাকানন্দি নদীতে ১২ জুলাই রাতে রুহুল আমিন মাছ ধরার জাল পাতে। রাতেই ঐ জাল কে বা কারা নিয়ে যায়৷ এই মাছ ধরার জাল নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে রুহুল আমিন ও ফুলচান গংদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রুহুল আমিন, হাফিজুল ইসলাম, ফুলচানসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ফুলপুর হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর আহত রুহুল আমিন মারা যায়। পরে শুক্রবার ভোররাতে নিহত রুহুল আমিনের ছোট ভাই রমিজুল ইসলাম বাদী হয়ে ফুলপুর থানায় ইয়াসিন মিয়া, ফুলচান মিয়া, লাল চান মিয়া, বাবুল মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ফুলপুর থানার মামলা নং ৭ তারিখ- ১৬/০৭/২১ ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলপুর থানার এস আই জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ