প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে চ্যানেল আই ৭ দিনে দেখাবে ইমপ্রেস টেলিফিল্মেও ৭টি চলচ্চিত্র। এ চলচ্চিত্রগুলো প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে। ঈদের দিন : ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াত। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুস্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ। ঈদের ২য় দিন : ‘নবাব এল এল বি’। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা, স্পশিয়া, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। ঈদের ৩য় দিন : গাজী রাকায়েতের ‘গোর’। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, হাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপাম্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুাতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ। ঈদের ৪র্থ দিন : অনন্য মামুনের ‘কসাই’। অভিনয় করেছেন নীরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ। ঈদের ৫ম দিন : ‘আন্ডার কনস্ট্রাকশন’। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ রুবাইয়াত হোসেন। এতে অভিনয় করেছেন রাহুল বোস, শহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন : এইচ আর হাবিব নির্মিত ‘ছিট মহল’। অভিনয় করেছেন শিমুল খান, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। ঈদের ৭ম দিন : ‘সুতপার ঠিকানা’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অর্পণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এস এম মহসীন, নাভিদ মুনতাসির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।