বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় এ পর্যন্ত (১৫ জুলাই সকাল ১০টা) নোবেল করোনা ভাইরাসে কোভিড-১৯ মোট নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ১৪১ জনের। তাঁর মাঝে প্রাপ্ত ফলাফল পাওয়া যায় ৩ হাজার ৭৩ জনের। এর মাঝে পজেটিভ ৩৬৬, নেগেটিভ ২ হাজার ৭০৭ জনের ফলাফল এসেছে । সুস্থ্য হয়েছেন ২৬২জন, বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। গত ২৪ ঘন্টায় ফুলপুরে সনাক্ত হয়েছে ৫ জন ও তারাকান্দায় ৫ জন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ২১৩ জন, সুস্থ্য ১৬০ জন, মৃত্যু ১০ জন, চিকিৎসাধীন ৪৩ জন। তাঁর মাঝে পৌরসভায় আক্রান্ত ১১০ জন, সুস্থ্য ৮২ জন, মৃত্যু ০৪ জন, বর্তমানে চিকিৎসাধীন ২৫ জন। ছনধরা ইউনিয়নে আক্রান্ত ০৫ জন, সুস্থ্য ০৫ জন। রামভদ্রপুর ইউনিয়নে আক্রান্ত ০৮ জন, সুস্থ্য ০৬ জন, মৃত্যু ০১ জন, বর্তমানে চিকিৎসাধীন ০১ জন। ভাইটকান্দি ইউনিয়নে আক্রান্ত ০৯ জন, সুস্থ্য ০৭ জন, বর্তমানে চিকিৎসাধীন ০২ জন। সিংহেশ্বর ইউনিয়নে আক্রান্ত ১৭ জন, সুস্থ্য ১৬ জন, বর্তমানে চিকিৎসাধীন ০১। ফুলপুর সদর ইউনিয়নে আক্রান্ত ১৭ জন, সুস্থ্য ১৩ জন, মৃত্যু ০১ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৩ জন। পয়ারী ইউনিয়নে আক্রান্ত ০৮ জন, সুস্থ ০৫ জন, মৃত্যু ০২ জন, বর্তমানে চিকিৎসাধীন ০১ জন। রহিমগঞ্জ ইউনিয়নে আক্রান্ত ১০ জন, সুস্থ্য ০৬ মৃত্যু ০২ জন, বর্তমানে চিকিৎসাধীন ০২ জন। রুপসী ইউনিয়নে আক্রান্ত ১৫ জন, সুস্থ্য ১১ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৪ জন। বালিয়া ইউনিয়নে আক্রান্ত ০৬ জন, সুস্থ্য ০৫ জন, মৃত্যু ০১ জন। বওলা ইউনিয়নে আক্রান্ত ০৮ জন, সুস্থ ০৪ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৪ জন।
তারাকান্দা উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৫৩ জন, সুস্থ্য ১০২ জন, মৃত্যু ০৩ জন, বর্তমানে চিকিৎসাধীন ৪৮ জন। তাঁর মাঝে তারাকান্দা সদর ইউনিয়নে আক্রান্ত ৪৩ জন, সুস্থ্য ২৬ জন, বর্তমানে চিকিৎসাধীন ১৭ জন। বানিহালা ইউনিয়নে আক্রান্ত ১৩ জন, সুস্থ্য ০৯ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৪ জন। কাকনী ইউনিয়নে আক্রান্ত ০৯ জন, সুস্থ্য ০৫ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৩ জন। গালাগাঁও ইউনিয়নে আক্রান্ত ০৯ জন, সুস্থ্য ০৭ জন, বর্তমানে চিকিৎসাধীন ০২ জন। বালিখাঁ ইউনিয়নে আক্রান্ত ০৮ জন, সুস্থ্য ০৪ জন, চিকিৎসাধীন ০৪ জন। ঢাকুয়া ইউনিয়নে আক্রান্ত ১৫ জন, সুস্থ্য ১১ জন চিকিৎসাধীন ০৪ জন। রামপুর ইউনিয়নে আক্রান্ত ১৩ জন, সুস্থ্য ১০ জন, মৃত্যু ০২ জন, বর্তমানে চিকিৎসাধীন ০১ জন। কামারিয়া ইউনিয়নে আক্রান্ত ২৬ জন সুস্থ্য ১৮ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৭ জন। কামারগাঁও ইউনিয়নে আক্রান্ত ০৩ জন, সুস্থ ০২ জন, বর্তমানে চিকিৎসাধীন ০১ জন। বিসকা ইউনিয়নে আক্রান্ত ১৫ জন, সুস্থ্য ১০ জন, মৃত্যু ০১ জন, বর্তমানে চিকিৎসাধীন ০৪ জন।
ফুলপুরে মোট নমুনা সংগ্রহ ২০১৭, প্রাপ্ত ফলাফল ১৯৭২, পজেটিভ ২১৩, নেগেটিভ ১৭৫৯ জন। তারাকান্দায় মোট নমুনা সংগ্রহ ১১২৪, প্রাপ্ত ফলাফল ১১০১, পজেটিভ ১৫৩, নেগেটিভ ৯৪৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।