Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে একদিনে করোনা সনাক্ত ৫৩৮ জনের, মারা গেছেন ৩জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৫:১৫ পিএম

সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৫ শতাধিক। আজ বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার শনাক্তের এ পরিসংখ্যান। একই সময়ে বিভাগে করোনায় মারা গেছেন আরও ৩ জন। এর মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৩৮ জনের মধ্যে সিলেট ২৩১ জন, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৯৯ ও ৯১ জন মৌলভীবাজারে। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। একই সময়ে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগে আরও ৭৯ জনে শরীরের পাওয়া গেছে করোনাভাইরাসের অস্তিত্ব । এর মধ্যে সিলেটের ২২, সুনামগঞ্জের ৩১, হবিগঞ্জের ১৬ ও ১০ জন মৌলভীবাজারের। এদিকে, সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেট ৩৪১, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৩১ ও ৪০ জন মৌলভীবাজারে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৭৭জন। এর মধ্যে সিলেট ১৬৭ জন, হবিগঞ্জ ২৪ জন ও ৮১ জন মৌলভীবাজার । এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জন করোনামুক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩১ হাজার ৪২৯ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৯৫ জন। আর এ পর্যন্ত সিলেটে করোনার গ্রাসে প্রাণ হারিয়েছেন মোট ৫৪৬ জন। এর মধ্যে সিলেট ৪৩৮, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ২৫ ও ৪২ জন মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ