Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জ মহাসড়কে ৪০ কিলোমিটার জুড়ে যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৪:১৮ পিএম

টানা ১৪ দিনের কঠোর লকডাউন শেষে আবারও চির চেনা রূপে ফিরেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সকল মহাসড়ক। হাজার হাজার পরিবহনের চাপে মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে থেমে থেমে যানজট।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দুপুরে হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার রুটের ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ মহাসড়কে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে, হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোন পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার জুড়েও থেমে থেমে যানজট চলছে।

হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, রাজশাহী, পাবনা ও বগুড়া তিনটি রুটের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রবেশ করে। এ কারণে মহাসড়কটিতে সবসময়ই চাপ থাকে। যার ফলে এই ২২ কিলোমিটার মহসড়েক যানজট রয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত এবং হাটিকুমরুল থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত সকাল থেকেই থেমে থেমে যানজট রয়েছে। এর মধ্যে, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের তীব্রতা বেড়ে যাচ্ছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ