Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মমেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ১৯ জন

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৩:১৬ পিএম

প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নতুন আক্রান্ত রোগীরা।সুস্থ হয়ে বাড়িও ফিরছেন অনেকে।আবার মারাও যাচ্ছেন আক্রান্তদের অনেকে।এভাবেই করোনা ভাইরাসের ভয়াল থাবায় প্রতিদিনই মমেকের করোনা ইউনিটে স্বজনরা হারাচ্ছেন তাদের প্রিয়জনকে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাট উপজেলার রিনা রানী (৫২),নেত্রকোনা সদরের নবনিতা সরকার (২৮), সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাহেরা বেগম (৬৮) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।

এ ছাড়া একই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান নেত্রকোনা সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫), মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০), জামালপুর সদরের এলাহি বক্স (৬০), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নূরজাহান (৬৫), নান্দাইল উপজেলার আলাউদ্দিন (৭০) ও মুক্তাগাছার চাঁন মিয়া (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ডসংখ্যক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ রোগী।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ