Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনার বেপরোয়া থাবায় ১৪ দিনে হাজার লোক সনাক্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৩:০৫ পিএম

সিলেটে প্রায় হাজার লোক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মাত্র ১৪ দিনে। এছাড়াও এই দিনগুলোতে মারা গেছেন ৬৫ জন বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন পর্যালোচনায় জানা গেছে, ১ জুলাই সকাল পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৫ হাজার ৯৮১ জন। আর ১৪ তারিখে সে সংখ্যা গিয়ে পৌঁছে ৩০ হাজার ৮৯১-এ। এই মাত্র ১৪ দিনে সিলেট অঞ্চলে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এছাড়াও এ মাসেই একদিনে (১৪ জুলাই সকাল থেকে ১৫ জুলাই সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায়) সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড দেখেছে ৬০২ জন সিলেট।
এদিকে, বুধবার সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আবারও করোনায় প্রাণহানি ঘটেছে ৯ জনের সিলেটে। এর আগে ৭ জুলাই সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৯ জন। ৭ জুলাইয়ের পর এক সপ্তাহের মাথায় সিলেটে ২৪ ঘণ্টায় মৃত্যু ঘটলো ৯ জনের আবারও। চলতি মাসে সিলেটে প্রতিদিনই গড়ে মারা যাচ্ছেন প্রায় ৫ জন এবং রোগী শনাক্ত হচ্ছেন গড়ে সাড়ে ৩ শত জন। এমন পরিস্থিতি, তখন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী আট দিন বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। করোনার প্রকোপ ঠেকাতে কঠোর বিধিনিষেধের ১৪ দিন শেষ হয়েছে বুধবার দিনগত মধ্যরাতে। জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যেই সিলেটে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে সাময়িক সময়ের জন্য বিধিনিষেধ শিথিল হলেও ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধের জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসবে। সিলেট নগরীতে বসবে তিনটি হাট। এছাড়াও শহরতলীর আরো কয়েকস্থানে ব্যাপক পরিসরে অবৈধভাবে হাট বসানোর চলছে জোর প্রস্তুতি । জনসাধারণের অসচেতনতার কারণে পশুর হাটই হতে পারে করোনা সংক্রমণের বড় ক্ষেত্র। তাই এসব হাট এবং হাট সংলগ্ন এলাকায় স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে কঠোর নজরদারী রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞর সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ