Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১:১৮ পিএম

রাজাবাড়ীর দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। নদীতে তীব্র স্রোত ও পশুবাহী ট্রাকের চাপে এ ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখী যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ফেরিঘাটে সরেজমিনে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বিশেষ করে পশুবাহী ট্রাকে থাকা পশু ও খামারিদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও গরম বাড়ছে। এতে তারা দীর্ঘ সময় ফাঁকা রাস্তার থেকে প্রচ- রোদ ও গরমে ক্লান্ত হয়ে পড়ছেন। এদিকে গাড়িতে থাকা পশুগুলোও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী জুট মিল পর্যন্ত তিন কিলোমিটার পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে পশু, যাত্রী ও চালকরা পড়েছেন ভোগান্তিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ