Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গণপরিবহন চলছে সড়কে যানবাহনের চাপ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:৫৯ পিএম

লকডাউন শিথিল হওয়ার পর চট্টগ্রামে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সড়কে যানবাহনের চাপ বাড়ছে। কোন কোন এলাকায় দেখা যায় যানজট। বাস মিনিবাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি । তবে দীর্ঘদিন পর গণপরিবহন চালু হওয়ায় কর্মজীবী মানুষ খুশি। দূর পাল্লার বাস চলাচল করছে। ঈদ উপলক্ষে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বুধবার মধ্যরাত থেকে আটদিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ফলে বৃহস্পতিবার নগরীর সড়কে আবারও স্বাভাবিক হয়েছে গণপরিবহন চলাচল। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, আমরা সকল মালিকদের নিদের্শনা দিয়েছি যাতে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালায়। তাদের বলা হয়েছে দুই সিটে একজন করে যাত্রী বসিয়ে পরিবহন করতে। তবে অনেক শ্রমিক স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি, যাতে করে সকলে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালায়। একইসাথে যাত্রীদেরও অনুরোধ করব তারাও যেন স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে উঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ