Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক : আরো ৩ জনের মৃত্যু আক্রান্ত ৫শ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:২০ পিএম

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতি এখনো উন্নতির কোন লক্ষনই নেই। বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিলের পরে আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি কতটা ভয়বাহ রূপ ধারন করে তা নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন একাধীক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় পিরোজপুরে আরো ৩জনের মৃত্যু ছাড়াও দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ২ হাজার ৩৭১ জনের নমুনা পরিক্ষায় ৫শ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে ১ লাখ ৩৭ হাজার ৯৬ জনের নমুনা পরিক্ষায় ২৪ হাজার ৫৯৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হল। নতুন ৩জন সহ দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যাও ৩৬৮ জনে উন্নীত হল। স্বাস্থ্য বিভাগের মতে, দক্ষিনাঞ্চলে গড় সনাক্তের হার গত একমাসে ৪% এবং চলতি মাসের ১৫ দিনে ২.৫৫% বেড়ে এখন ১৮.৪৫%। গত ২১ জুন ১৭৩টি ইউপি নির্বাচনের প্রচরনা শুরুর পর থেকেই দক্ষিণাঞ্চল যুড়ে করোনা মহামারী যে নতুন মাত্রা লাভ করেছে তা এখনো অব্যাহত আছে। চলতি মাসের ১৫ দিনে দক্ষিণাঞ্চলে ২০ হাজার ৩০৪ জনের নমুনা পরিক্ষায় ৭ হাজার ২৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। এসময়ে মারা গেছেন ৬৪ জন।
ইতোপূর্বের মতই বৃহস্পতিবারও করোনা সনাক্তের সংখ্যায় বরিশালই শীর্ষে ছিল। এসময়ে মহানগরীতে আগের দিনের চেয়ে ১৯জন বেশী, ৯১ জন সহ বরিশাল জেলায় সনাক্তের সংখ্যা ছিল ১৯২। তবে গত ২৪ ঘন্টায় বরিশালে কোন মৃত্যু সংবাদ ছিলনা। এনিয়ে মহানগরীতে ৭ হাজার ৩৭৯ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৯৮ জনে উন্নীত হল। আর মহানগরীতে ৭৪ জন সহ বরিশাল জেলয় মোট মৃত্যুর সংখ্যা ১৪৩। ‘করোনার আতুর ঘড়’ বরিশাল মহানগরীর পরিস্থিতির তেমন কোন উন্নতির লক্ষন নেই। পাশাপাশি বৃহস্পতিবার থেকে লকডাউন প্রত্যাহারের সপ্তাহখানেক পর পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।
গত ২৪ ঘন্টায়ও বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠীর অবস্থা ছিল উদ্বেগজনক। ৪ উপজেলার ছোট এ জেলায় এসময়ে ৩০৩ জনের নমুনা পরিরক্ষায় ৮৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট ১০ হাজার ২২০ জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ১০৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। মারা গেছেন ৪৫জন। জেলাটিতে এখনো সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ, ২৬.২৯%।
পটুয়াখালীতে নতুনকরে সংক্রমন বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ৩৭৫ জনের নমুনা পরিক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৫৯ জনের দেহে। দক্ষিনাঞ্চলে সর্বোচ্চ মৃত্যুহারের এ জেলাটিতে সংক্রমন হার সর্বনি¤œ হলেও তা এখন ১২.৫৭%। জেলাটিতে ইতেম্যধ্যে ২৩ হাজার ৫০৫ জনের নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ৩ হাজার ৭৯ জনের। মারা গেছেন ৬০ জন। পটুযাখালীতে মৃত্যুহার ২.২৮% থেকে কিছুটা হ্রাস পেলেও এখনো তা ১.৯৫%।
পিরোজপুরের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। খুলনা-বাগেরহাট সংলগ্ন এ জেলাটিতে গত ২৪ ঘন্টায় ২৪৮ জনের নমুনা পরিক্ষায় ৭১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ১৩ হাজার জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ৪০৮ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্র্বোচ্চ,২৪.৬৪%। জেলাটিতে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

দ্বীপজেলা ভোলাতেও গত ২৪ ঘন্টায় সংক্রমন সংখ্যা আগের দিনের ৪৩ থেকে ৪৭ জনে উন্নীত হয়েছে। যা ৪৮ ঘন্টা আগে ছিল ৩৫। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ১১১ জন সহ সর্বমোট ১৬ হাজার ৫৬৫ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৪১৬ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলটিতে মৃত্যু হয়েছে ২৬ জনের। এ জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.০৮% হলেও সনাক্তের হজার ১৪.০৫%।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৮৩ জনের নমুনা পরিক্ষায় ৪৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ১৫ হাজার ৭১৩ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ২ হাজার ৮৯। জেলাটিতে করোনা সংক্রমনে মারা গেছেন ৪০ জন। মৃত্যুহার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৯১%। তবে দিন কয়েক আগে সনাক্তের হার ৩% বেড়ে জেলাটির অবস্থান এখন দ্বিতীয় ১২.৭২%।
আর গত ২৪ ঘন্টায় ২০৯ জন সহ দক্ষিণাঞ্চলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৬শ জন। তবে সুস্থ্যতার হার গত এক মাসের তুলনায় প্রায় ২০% হ্রাস পেয়ে এখন ৬৭.৪৯%।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ