Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ারবাহী বাসে হামলা, দুই সেনাসহ নিহত ১৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৯:১২ এএম

পাকিস্তানের রাজধানী থেকে ১১৮ মাইল উত্তরে খায়বার পাখতুনখাওয়া প্রদেশে চীনা ইঞ্জিনিয়ার বহনকারী একটি বাসে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এতে দুই পাকিস্তানি সেনাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যার মধ্যে চীনের নাগরিক রয়েছে নয় জন। খবর রয়টার্স, আল-জাজিরা।
বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, কোহিস্তানে একটি বাস যাত্রী নিয়ে সেখানকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। চীন সরকার এই হামলার নিন্দা জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ভোরে উত্তরাঞ্চলীয় খায়বার পাখতুনখাওয়া প্রদেশের কোহিস্তানে ওই হামলা হয়। পাকিস্তান সরকার হামলার ঘটনা অস্বীকার করে ‘যান্ত্রিক বিস্ফোরণ’ বলে মন্তব্য করেছে।
খবরে জানানো হয়, বাসটি কয়েক ডজন যাত্রী নিয়ে কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছিল। চীনা ইঞ্জিনিয়াররা সে প্রকল্পে কাজ করতেন। বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
রয়টার্স জানায়, বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, না কি বাসের মধ্যেই ছিল, তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আল-জাজিরাকে বলা হয়েছে, এটি কোনো হামলা নয়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি খাদে পড়ে যায়। পরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব চীন এবং আরব সাগরে পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এতে যেসব নির্মাণ প্রকল্প রয়েছে তাতে বহু চীনা কর্মী কাজ করেন। সূত্র : রয়টার্স, আল জাজিরা, বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ