Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাব্বিরের জরিমানা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মাত্রই ক্রিকেটারদের আচরণবিধিতে ‘ডিমেরিট পয়েন্ট’ সংক্রান্ত নিয়ম প্রবর্তন করে আইসিসি। গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা এই নিয়মের প্রথম শিকার বাংলাদেশের অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মান। আইসিসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের রান তাড়ায় পানি পানের বিরতির সময় সাব্বির আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ সৈকতের কাছে গিয়ে তাকে দেওয়া এলবিডবিøউ সিদ্ধান্ত নিয়ে জানতে চান এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেন। আম্পায়াররা অভিযোগ আনার পর ম্যাচ শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করে নেন সাব্বির। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে তাঁকে। তবে টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, বলটি বাউন্স করে চলে যেতে পারত স্টাম্পের ওপর দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাব্বিরের জরিমানা

২৭ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ