নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে এখন গ্রæপ সেরায় চোখ স্বাগতিক বাংলাদেশের। টুর্নামেন্ট খেলতে টার্ফে নামার আগে তাদের প্রাথমিক লক্ষ্য ছিলো গ্রæপ পর্ব টপকানো। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে লক্ষ্যপুরণে একধাপ এগিয়ে গেছে লাল-সবুজরা। তাই তো ‘এ’ পুলে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টার্ফে নামার আগে বেশ উজ্জীবিত অধিনায়ক রোমান সরকারের বাংলাদেশ। এ ম্যাচে বড় জয়ই আশা করছে তারা। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মুখোমুখী হচ্ছে বাংলাদেশ এবং ওমান। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। ইতৈামধ্যে ভারতকে হারিয়ে লাল-সবুজরা সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে। ওমানের বিপক্ষে নুন্যতম ড্র করতে পারলেই গ্রæপ সেরা হয়ে ফাইনালের পথে এগিয়ে যাবে তারা। দিনের অন্য ম্যাচে সকাল ১১টায় চাইনিজ তাইপে খেলবে চীনের বিপক্ষে এবং দুপুর ১টায় পাকিস্তান মোকাবিলা করবে হংকং চায়নার।
অনুর্ধ্ব-১৮ জাতীয় হকি দলের খেলোয়াড়দের চোখে মুখে এখন জয়ের নেশা। আগে কখনোই এই খেলোয়াড়দের চেহারায় এমন প্রত্যয় দেখা যায়নি। আত্মবিশ্বাসী লাল-সবুজদের বর্তমান লক্ষ্য আরো ভালো কিছু করে দেখানো। আর এ লক্ষ্যপূরনে এখন সামনে বাঁধা ওমান। কিন্তু এ বাঁধা অনায়াসে টপকে যেতে চায় কোচ জাহিদ হোসেন রাজুর শীষ্যরা। তারা শুধু জয়ই নয়, বেশ বড় ব্যবধানেই জিততে চায়।
বেশ ক’বছর ধরে ওমানই হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ। বাংলাদেশ জাতীয় হকি দলকে বিভিন্ন টুর্নামেন্টে এ ওমানের বিপক্ষেই বাঁচা-মরার লড়াইয়ে নামতে হয়। তারা দীর্ঘমেয়াদি ইউরোপিয়ান কোচের অধীনে থেকে এবং দেশের বাইরে গিয়ে নিয়মিত অনুশীলন ম্যাচ খেলে থাকে। যার সুফলও পেয়েছে ওমানীরা। র্যাংঙ্কিংয়ে তারা বাংলাদেশের উপরেই অবস্থান করছে। বিশেষ করে ২০১৪ সালে ওমান র্যাংঙ্কিয়ে ২৬তম স্থানে উঠে গিয়েছিল। যা বাংলাদেশ এখনও অর্জন করতে পারেনি। তারপরও বাংলাদেশকে সমীহ করছেন ওমানের কোচ। তার বিশ্বাস টুর্নামেন্টে স্বাগতিক দলই চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের বিপক্ষে ওমানের হারটা বড় ব্যবধানের হতে পারে বলে মনে করেন তিনি। গতকাল ওমানের কোচ বলেন,‘বাংলাদেশকে হারানোর মতো শক্তি আমাদের নেই। আমি নিশ্চিত ওরাই চ্যাম্পিয়ন হবে। তবে কাল (আজ) স্বাগতিকদের বিপক্ষে আমরা হারের ব্যবধান কমানোর চেষ্টা করবো।’
ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক রোমান সরকার বলেন,‘আমরা জয়ের ধারাবাহিকতায় থেকেই গ্রæপ সেরা হতে চাই। এ লক্ষ্যে ওমানের বিপক্ষে বড় জয়ই তুলে নিতে চেষ্টা করবো। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে আমার দল যে খেলাটা খেলেছে তা ধরে রাখলে পারলে এবং প্রথম ম্যাচের মতো আশরাফুল জ্বলে উঠলে আমরাই সফল হবো। এক্ষেত্রে আশরাফুলকে পেনাল্টি কর্নার পাইয়ে দিতে সহযোগিতা করতে হবে আমাদের ফরোয়ার্ডদের। দলের সব খেলোয়াড় সুস্থ আছেন। তারা মুখিয়ে আছেন ওমানের বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিতে।’
কোচ জাহিদ হোসেন রাজু বলেন,‘ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে আমার ছেলেদের আতœবিশ্বাস বেড়ে গেছে। এখন তারা গ্রæপ চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে। আমার বিশ্বাস তাদের স্বপ্নপুরণ হবে এবং বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালে খেলবে।’ তিনি যোগ করেন,‘সব প্রতিপক্ষকেই আমরা শক্তিশালী ভেবে সমীহ করি। ওমানকেও খাটো করে দেখবো না। তাই তাদের বিপক্ষেও আমার দল সেরাটাই উপহার দেয়ার চেষ্টা করবে। দলের সবাই সুস্থ আছে। আশাকরি বড় জয় নিয়েই কাল (আজ) ফিরতে পারবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।