গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিটি ইউনিটেই আহ্বায়ক ও সদস্য সচিব এই দুই সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এসব কমিটি অনুমোদন করেন।
এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক করা হয়েছে জসিম সিকদার রানাকে ও সদস্য সচিব রুহুল আমিন সোহেলকে। দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার) ও সদস্য সচিব মো. নিয়াজ মাহমুদ (নিলয়)। মহানগর পূর্বে আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। পশ্চিমে আহ্বায়ক মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।